শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩

অপারেশন ডেভিল হান্ট

মতলব উত্তরে আওয়ামী লীগের দুই কর্মী আটক

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে আওয়ামী লীগের  দুই কর্মী আটক
ছবি: মতলব উত্তরে আওয়ামী লীগের আটক দুই কর্মী ।

চাঁদপুর-২ আসনের সাবেক সাংসদ মায়া চৌধুরী গ্রুপের দুজন সক্রিয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে একজনকে উপজেলার আদুরভিটি ও অপরজনকে নাউরী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন : উপজেলার আদুরভিটি গ্রামের মৃত অলিউল্লাহ বকাউলের ছেলে রেজাউল করিম ওরফে ডেঙ্গু (৩৪) ও উত্তর নাউরী গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে আ. ছাত্তার বাবুল (৩৬)। ডেঙ্গু ছেংগারচর পৌর যুবলীগের সদস্য।

পুলিশ জানায়, চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তারা ফ্যাসিস্ট সরকার ও মায়া চৌধুরী গ্রুপের সক্রিয় সদস্য। তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা থাকার কারণে তাদেরকে গ্রেফতার করতে হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, আটককৃত ডেঙ্গু ফ্যাসিস্ট সরকারের আমলে যুবলীগের সাথে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও মাদকসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন। তারা গত ৫ আগস্টের আগেও বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা করেছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, চলমান ডেভিল হান্ট অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়