শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০

শ্রীনগরে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্থানীয় পর্যায়ে সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদে সম্প্রতি এক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী। তিনি বলেন, “গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিচারিক ব্যবস্থা। এটি স্বল্প ব্যয়ে ও দ্রুত সময়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করেছে।”

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব জাহাঙ্গীর আলম গ্রাম আদালতের কার্যপ্রণালি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে একটি নাট্যভিত্তিক ভিডিও প্রদর্শনী আয়োজিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জসিম উদ্দিন, হিসাব সহকারী কম্পিউটার অপারেটর ইলিয়াস মিয়া, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় সমাজকর্মী, শিক্ষক, নারী নেত্রী, এনজিও কর্মী, পুরোহিত, ইমাম ও আদিবাসী প্রতিনিধি।

তবে গ্রাম আদালত এখনো কিছু চ্যালেঞ্জের সম্মুখীন। প্রশাসনিক পর্যায়ে পর্যাপ্ত জনবল ও অর্থায়নের অভাব কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে ও বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

প্রতিবেদক: আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর, মুন্সীগঞ্জ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়