শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫২

হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকসহ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনকে। ছবি : চাঁদপুর কণ্ঠ।

 হাজীগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকসহ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপ্রধানে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে উপজেলা পরিষদের  সভাকক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মঞ্জুর আলম পাটওয়ারী। এরপর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনওকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। পারস্পরিক সহযোগিতা থাকলে ‘হাজীগঞ্জ’ আরো এগিয়ে যাবে উল্লেখ করে ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন তাঁর বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের পরামর্শ ও গঠনমূলক তথ্য দিয়ে পাশে থাকার আহ্বান জানান। তিনি রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কার্যকরী সদস্য মহিউদ্দিন আল আজাদ ও কামরুজ্জামান টুটুল। সভায় প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, সদস্য মেহেদী হাসানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জাহিদ হাসান, সদস্য মোহাম্মদ উল্যাহ্ বুলবুল, জহির হোসেন, মাইনুদ্দিন মিয়াজী, নুর মোহাম্মদসহ প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়