শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১০

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চাঁদপুরের শহিদ ও আহতদের আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চাঁদপুরের শহিদ ও আহতদের   আর্থিক সহায়তা প্রদান

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চাঁদপুরের শহিদ ও আহতদের স্মরণে এক সভা এবং শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের উদ্যোগে জেলায় গণঅভ্যুত্থানে আহত ৩৯ জনের প্রতিজনকে ৭ হাজার ও শহীদ পরিবারের ৩১জনের প্রতিজনকে ২০ হাজার টাকা করে মোট ৭১ জনকে ৮ লাখ ৯৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এই অর্থ সহায়তা তুলে দেন। সভা পরিচালনা করেন চাঁদপুর সদর ইউএনও শাখাওয়াত জামিল সৈকত।

জেলা প্রশাসক ছাড়াও স্মরণসভা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, শিক্ষার্থী ইশরাত জাহান বিন্দু ও শিক্ষার্থী রবিউল আলম। জুলাই আহতদের মধ্য থেকে স্মৃতিচারণ করেন আব্দুর রহমান শেখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সুপ্রভাত চাকমা, এনডিসি আসাদুজ্জামান সরকার, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খাঁন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, ইঞ্জিনিয়ারসহ অন্যরা।

এছাড়াও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবার, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়