প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২১:৪৬
বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন পাটওয়ারীর ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার গুলিশা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা
|আরো খবর
মো. এমদাদ হোসেন পাটওয়ারী রোববার (১০ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৮টায় রাজধানীর লালবাগস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি ৩ কন্যা, ১ পুত্র, ২ জামাতা এবং নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু বান্ধব রেখে গেছেন।
বিকেল সাড়ে তাঁকে ৫টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে বিকেল ৬টায় তাঁর জানাজা শেষে গুলিশা গ্রামের পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, এমদাদ হোসেন পাটওয়ারী গুলিশা গ্রামের মরহুম আলী আহম্মদ পাটওয়ারী ও হনুফা বেগম দম্পতির সন্তান। তিনি পেশাগতভাবে রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করেন দীর্ঘদিন।