প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৬:০২
ডিএন হাই স্কুলে আলোচনা সভা ও প্রকাশনা উৎসব
মন দিয়ে পড়াশুনা করে তোমরা ইতিহাসের অংশ হও, ইতিহাসে নাম লিখাও .......জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী দ্বারকানাথ (ডিএন) হাই স্কুলে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও সাহিত্যচর্চায় উৎসাহ দিতে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও প্রকাশনা উৎসব। রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুরে স্কুলের দ্বিতীয় তলার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. এরশাদ উদ্দিনের সভাপ্রধানে ও স্কুলের সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা দোলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ও স্কুলের দাতা সদস্য ডা. মোবারক হোসেন চৌধুরী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও শিক্ষক ম. নুরে আলম পাটওয়ারী এবং কবি ও সংগঠক নুরুন্নাহার মুন্নি।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন।অনুষ্ঠানে ডা. মুকিত শফিউল আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজ যে স্মারক প্রকাশিত হয়েছে, এর জন্যে আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা এই প্রকাশনায় লিখেছে, তাদের লেখা পড়েই বোঝা যায়, তাদের ভেতরের সৃজনশীল প্রতিভা কীভাবে ধীরে ধীরে বিকশিত হচ্ছে। একজন শিক্ষার্থীর মধ্যে প্রতিভা আছে কিনা তা কেবল তখনই বোঝা সম্ভব যখন তাকে লেখার মতো সৃজনশীল চর্চার সুযোগ করে দেওয়া হয়। এই ধরনের প্রকাশনা কার্যক্রম শুধু লেখার সুযোগই দেয় না, বরং শিক্ষার্থীদের সমাজ, সময় ও নানা বিষয় নিয়ে ভাবতে শেখায়। তিনি বলেন, কে কোন্ প্রতিভার অধিকারী তা জানার জন্যে এই ধরনের কাজ নিয়মিত ও ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের সমাজের প্রতিটি ইস্যু সম্পর্কে জানার আগ্রহ তৈরি করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মনে রাখবে, এখনো তোমাদের মধ্যে ইতিহাস লেখার মতো স্পষ্ট সেই বৈশিষ্ট্য বা লক্ষণ পুরোপুরি দেখা যাচ্ছে না। তাই বলছি, তোমরা নিজেদের সেভাবে গড়ে তোলো, যাতে একদিন নিজেরাই ইতিহাস হতে পারো এবং সেই ইতিহাস নিজেরাই লিখতে পারো। তোমাদের ইতিহাস তোমরাই রচনা করবে। এ জন্যে শিক্ষার্থী এবং শিক্ষকদের একসাথে আরও বেশি করে কাজ করতে হবে। মনোযোগ দিয়ে, নিষ্ঠা নিয়ে পড়াশোনা করে তোমরাই একদিন ইতিহাসের গর্বিত অংশ হয়ে উঠবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখা ও সৃষ্টিশীল কাজের সংকলন হিসেবে প্রকাশিত ‘প্রজ্ঞা মঞ্জুরী’ স্মারকের মোড়ক উন্মোচন এবং শিক্ষার্থীদের তৈরি করা দেয়ালিকার উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
আলোচনা সভা ও প্রকাশনা উৎসব শেষে প্রধান অতিথি, অতিথিবৃন্দ ও শিক্ষকদের হাত থেকে শিক্ষার্থীরা স্মারকের কপি গ্রহণ করে নিজেদের লেখা প্রকাশিত হওয়ার আনন্দ ভাগাভাগি করে নেয়।