প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২১:২৫
গুরুতর অসুস্থ হরিজন পরিবারকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা হাজী মোশারফ

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা হরিজন কলোনী পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. মোশারফ হোসেন। তিনি শনিবার (২ আগস্ট ২০২৫) বিকেলে ওই হরিজন কলোনিতে যান, তাদের বসবাসের এলাকা ঘুরে দেখেন এবং হরিজনদের সাথে কথা বলে তাদের জীবনমান, সমস্যা বিষয়ে অবগত হন। এক পর্যায়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে বাসায় শয্যাশায়ী বাবা ধীরেন ও ছেলে বিবেক হরিজনকে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি ব্যক্তিগতভাবে ওই হরিজন পরিবারের অসুস্থ দুজনের চিকিৎসার জন্যে তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় আকাশ দাস, কীর্তন, খোকন, উত্তমসহ হরিজন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। তারা বলেন, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম শফিকুর রহমান ভূঁইয়ার মতো বিএনপির মোশারফ হাজীকেও তারা দেখেন। মোশারফ হাজী খুবই আন্তরিকতার সাথে হরিজন কলোনির মানুষের সাথে কুশল বিনিময় এবং খোঁজখবর নিচ্ছেন, তাতে আমরা খুবই খুশি। বাবা-ছেলে কঠিন রোগে আক্রান্ত হয়ে দুজনই অসুস্থ। মোশারফ ভাই তাদেরকে দেখতে এসেছেন এবং চিকিৎসার জন্যে আর্থিক সহযোগিতাও করেছেন। তিনি আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন তাতে তাঁকে ধন্যবাদ দিতে পারিনি। আমরা ভাইয়ের জন্যে আশীর্বাদ করছি।