শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪২

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকল্পে চাঁদপুর জেলায় গৃহীত কর্মসূচি

স্টাফ রিপোর্টার
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকল্পে চাঁদপুর  জেলায় গৃহীত কর্মসূচি

এ বছর বায়ান্নর ভাষা আন্দোলন উপলক্ষে গৃহীত কর্মসূচিতে ২০২৪- এর গণঅভ্যুত্থানের প্রতিফলন যাতে থাকে সেই লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এ উপলক্ষে জেলায় নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে :--

২০ ফেব্রুয়ারি রাত ১০ টা থেকে ১১:১৫ মিনিটে জাগরণী অনুষ্ঠান এবং কবিতা আবৃত্তির আসর। স্থান চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার। দিবাগত রাত বারোটা এক মিনিটে ভাষা শহীদদের স্মরণে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। ২১ ফেব্রুয়ারি সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময় পর্যন্ত জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সূর্যোদয়ের সময়ে পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সময় পতাকা নামাতে হবে। পতাকা অর্ধনমিত করার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করতে হবে। ২১ ফেব্রুয়ারি ভোর ছয়টায় শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। স্থান চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার। সুবিধাজনক সময়ে ভাষা শহিদদের রুহের মাগফেরাতের জন্যে জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা আয়োজন করা হবে। বিকেল চারটায় বইমেলার সমাপনী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছয়টায় থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্থান : বইমেলা চত্বর, চাঁদপুর আউটার স্টেডিয়াম।

এছাড়া ২০-২১ ফেব্রুয়ারি শহরের নতুন বাজার সড়ক, অঙ্গীকার পাদদেশ, চাঁদপুর শহিদ মিনার চত্বর, শপথ চত্বর, ইলিশ চত্বর, চিত্রলেখার মোড়/ সড়কদ্বীপ, বাস স্ট্যান্ড সহ অন্যান্য সড়ক বাংলা সহ অন্যান্য দেশের ভাষার বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ করা হবে। শহিদ মিনার এবং এর আশপাশের এলাকায় সাজসজ্জা ও অলংকরনে থিম কালার হিসেবে লাল, কালো এবং সাদা বেছে নিয়ে একটি নির্দিষ্ট থিম ফুটিয়ে তোলা হবে। তাছাড়া গ্রাফিতি, ব্যানার ও পোস্টারে ২০২৪ এবং ১৯৫২-এর অন্তর্গত দর্শনের মিল ফুটিয়ে তোলা হবে। এসব আয়োজন করবে চাঁদপুর পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, জেলা স্কাউটস্ ও জেলা গণগ্রন্থাগার। ২০ ও ২১ ফেব্রুয়ারি সুবিধাজনক সময়ে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষিকাগণ নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির আদলে কর্মসূচি উদযাপনের ব্যবস্থাগ্রহণ করবে। স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বইপাঠ, স্বরচিত ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন এবং শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা আয়োজন করা হবে।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উল্লিখিত গৃহীত কর্মসূচি এবং সিদ্ধান্তসমূহ গঠিত কমিটি বাস্তবায়ন করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়