শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩১

ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

স্টাফ রিপোর্টার
ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় চাঁদপুরে পালিত হলো মহান শহীদ দিবস ও

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫। একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শুরু হয় একুশ পালনের আনুষ্ঠানিকতা।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নেতৃত্বে প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তারা

চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি

গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের সম্মানার্থে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসকের নেতৃত্বে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসন, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়ার নেতৃত্বে চাঁদপুর পৌরসভা এবং বীর মুক্তিযোদ্ধাগণ। তারপর

একে একে শ্রদ্ধা জানান জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রেসক্লাব, আইনজীবী সমিতি, বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ।

ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করে জামাতে ইসলামী। মসজিদ মন্দির গির্জায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাতেই মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে উঠে শহিদ মিনার বেদী। দিবসটি উপলক্ষে প্রভাত ফেরি, একুশের নতুন চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে শপথ,

আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়