সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪০

রাজারগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস পালন

আলমগীর কবির
রাজারগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ  দিবস পালন

রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা : হাজীগঞ্জের

রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) দিবসটির শুরুতে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, তারপর প্রভাতফেরি, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও শহীদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান। সভায় মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী ও সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

রাজারগাঁও উচ্চ বিদ্যালয় :

হাজীগঞ্জ উপজেলাের রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

দিবসের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কোরআন তেলাওয়াত, প্রভাতফেরি, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, উপস্থিত বক্তব্য, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান চৌধুরী ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম আতিকুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় :

হাজীগঞ্জ উপজেলাের মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, তারপর প্রভাতফেরি, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে ও শিক্ষক মো. তারেক হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় : হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনের শুরুতে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, তারপর প্রভাতফেরি, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, কোরআন তেলাওয়াত, উপস্থিত বক্তব্য, আলোচনা সভা ও শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোকন চন্দ্র বণিকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক গোপাল কৃষ্ণ সরকারের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী সিনিয়র শিক্ষক মো. শাহআলম মিজি, রবিউল আউয়াল, সুমন খান, সমাজসেবক মো. রফিকুল ইসলাম রনি ও ম্যানেজিং কমিটির সদস্য মো. আ. সত্তার।

অনুষ্ঠানে সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

নাসিরকোট উচ্চ বিদ্যালয় :

হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, তারপর কোরআন তেলাওয়াত, প্রভাত ফেরি, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, উপস্থিত বক্তব্য, আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও শিক্ষক মো. আনিসুজ্জামান মিয়ার উপস্থাপনায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো. খবির হোসেন টেলু। এ ছাড়া অনুষ্ঠানে সকল শিক্ষক-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়