শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৫

হাজীগঞ্জে ফ্রেন্ডশিপ ক্যাম্প ডাকাতিয়া ওপেন স্কাউট গ্রুপের শুভ উদ্বোধন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ফ্রেন্ডশিপ ক্যাম্প ডাকাতিয়া ওপেন স্কাউট গ্রুপের শুভ  উদ্বোধন

দ্বিতীয় বার্ষিক তাঁবুবাস ফ্রেন্ডশিপ ক্যাম্প ডাকাতিয়া ওপেন স্কাউট গ্রুপ শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।

স্কাউট শপথ বাক্যের মাধ্যমে উদ্বোধনকৃত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান। বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সাইফুল ইসলামের সভাপ্রধানে জাতীয় পতাকা, স্কাউট পতাকা উত্তোলন করাকালে আরো উপস্থিত ছিলেন

বাকিলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মজিবুর রহমান, এডহক কমিটির সদস্য এনামুল হক তোয়াব, সাবেক সমস্য হোসেন মোল্লা লিটন, আবুল হোসেন লিটন ও বাজার ব্যবসায়ী মো. শরীফুল ইসলাম।

জেলা সাবেক স্কাউট সম্পাদক ও কমিশনার গোলাম সরোয়ারের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা স্কাউট সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও মামুনুর রশিদ। ইউনিট লিডারের দায়িত্ব পালন করছেন বাকিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা আক্তার ও ডাতাতিযা মুক্ত স্কাউট গ্রুপের পরিচালক ইব্রাহিম খলিল।

উল্লেখ্য, ৪ টি বিদ্যালয়ে স্কাউট গ্রুপের অংশগ্রহণে ডাকাতিয়া ওপেন স্কাউট গ্রুপটি রোববার সমাপ্ত করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়