শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬

চাঁদপুর শহরের ৪ প্রসাধনী সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের ৪ প্রসাধনী সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা
অনলাইন ডেস্ক

আমদানিকারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় চাঁদপুর শহরের ৪টি প্রসাধনী সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে চিত্রলেখার মোড় ও কালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স চিত্রলেখার মোড় ও কালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশী কসমেটিকসে আমদানিকারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় সোস্যাল বাজার মালিককে ৫ হাজার, কসমেটিকস ওয়ার্ল্ড মালিককে ৫ হাজার, বিউটি শপ কসমেটিকস মালিককে ৩ হাজার এবং রেড রোজ কসমেটিকস মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়