শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০২

ফরিদগঞ্জে প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জে সোহেল সর্দার (৩৫) নামে প্রবাস ফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) সকালে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের পর পোস্ট মর্টেমের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, বড়গাঁও গ্রামের প্রবীণ শিক্ষক আবুল বাশারের ৪ ছেলে ২ মেয়ের মধ্যে সোহেল ছিলো সবার ছোট। বর্তমানে অপর তিন ভাই প্রবাসে রয়েছে। সেও প্রবাসে গিয়ে কোনো সফলতা অর্জন করতে না পেরে দেশে ফিরে আসে। সম্প্রতি সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। স্ত্রী বিথী আক্তারও মাস দুই পূর্বে একমাত্র ছেলে আমির হামজা (৪)কে নিয়ে পিত্রালয়ে চলে যায়। সকালে পরিবারের লোকজন তাকে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, স্ত্রী-সন্তান চলে যাওয়ায় অভিমান করে সে। সেই অভিমানে সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) রাতে তার বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে চাঁদপুর পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়