শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৯

শাহরাস্তিতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় তানভীর হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় শিশু তানভীর হোসেন। জানা যায়, নিহত তানভীর হোসেনের বাবা মো. আরিফ হোসেন শাহরাস্তি উপজেলা মাধ্যমিক অফিসে চাকুরি করেন। তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলায়। তিনি উপজেলা পরিষদের সামনে একটি বাসায় ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শী মিরাজ হোসেন জানান, তানভীর তার বাসার সামনে সড়কের গতিরোধকের (স্পিড ব্রেকার) পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা ট্রাক তানভীরকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা ট্রাকটি আটক করি এবং আহত তানভীরকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং চালক ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়