শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০

কচুয়ায় জমি নিয়ে বিরোধের জের

দুপক্ষের সংঘর্ষে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীসহ আহত ৬

মো. নাছির উদ্দিন
দুপক্ষের সংঘর্ষে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীসহ আহত ৬
ছবি: কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা রুজিনা আক্তার ও সুমি আক্তার।

কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে প্রবাসীর ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ আহত হয়েছেন ৬ জন। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, পালগিরি গ্রামের মিজি বাড়িতে জয়নাল মিজির সঙ্গে তার ভাতিজা সাদ্দাম হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। প্রবাসী সাদ্দাম হোসেন তার ফুফু সাহেরা বেগমের অংশীদারিত্ব সম্পত্তি ক্রয় করে। ওই জমি নিয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে সালিস বসে। সালিসে সাদ্দামের ক্রয়কৃত সম্পত্তি বুঝিয়ে দেয়া হয় এবং বিরোধ মীমাংসা করে দেয়া হয়।। সালিস শেষে শনিবার সন্ধ্যায় দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়নাল মিজি, তার মেয়ে রিনা বেগম, রত্না, ফেরদৌসী, নাতি সাব্বির দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা সংঘবদ্ধভাবে সাদ্দামের মা, স্ত্রী রুজিনা, বোন সুমিনাসহ ৬ জনকে আহত করে।

বাড়ির লোকজন তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।এদিকে একপক্ষ অন্যপক্ষের ওপর হামলার দায় চাপাচ্ছেন।

সাদ্দাম হোসেনের স্ত্রী রুজিনা বলেন, সালিস শেষে সন্ধ্যায় জয়নাল মিজির মেয়ে রিনা ও তার বোনেরা মিলে তাদের উপর হামলা করে। এ ঘটনার তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে জয়নাল মিজির মেয়ে রিনা বলেন, এ ঘটনা মিথ্যা। তারা আমাদের ওপর হামলা করেছে। আমরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করছি।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসাইন বলেন, আহতদের মধ্যে একজনের হাতে সেলাই করা হয়েছে, দুজনের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়