শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০০

গৃদকালিন্দিয়ায় কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের সার বিতরণ

ফরিদগঞ্জ ব্যুরো ॥
গৃদকালিন্দিয়ায় কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের সার বিতরণ
মার্কেন্টাইল ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দলের ভাইস চেয়ারম্যান এমএ হান্নানের সহযোগিতায় ব্যাংক কর্তৃপক্ষ সিএসআর ফান্ডের আওতায় ফরিদগঞ্জের ৫ হাজার কৃষকের মাঝে সার বিতরণ করছে।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সিএসআর ফান্ডের আওতায় এবং ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের উদ্যোগে ফরিদগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মাঝে সার বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কাউছার আহামেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দল খালেক পাটওয়ারী।

এ সময় তিনি বলেন, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান গত ত্রিশ বছর ধরে ফরিদগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। শীত, গ্রীষ্ম প্রতিটি মৌসুমে এবং ঈদের সময়ে ঈদ উপহার দিয়ে চলছেন। এছাড়া বিগত বছর ও চলতি বছরে কৃষকদের আধুনিক চাষাবাদের জন্যে পাওয়ার টিলার এবং কৃষকদের জন্যে সার দেয়ার ব্যবস্থা করেছেন। তার মানে হলো, এই উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষদের কথা ভাববার একমাত্র ব্যক্তি এম এ হান্নান। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধানের শীষ প্রতীক নিয়ে  সকলে তাকে দেখতে চাই। যাতে তিনি এই উপজেলাবাসীর জন্যে আরো বেশি কিছু করতে পারেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মার্কেন্টাইল ব্যাংকের ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম বেপারী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান, সহ-সভাপতি নুরুন্নবী বিএসসি, সাংগঠনিক সম্পাদক বাছার খান, প্রস্তবিত উপজেলা কৃষকদের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হারুণ গাজী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম খলিল।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়