শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৯

মুন্সীগঞ্জে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি, সোমবার দুপুর ১২টায় এই কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা আইডিএসএইচআই। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৯ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট চিকিৎসক ডা. ড্যানি গোমেজ এবং তাকে সহযোগিতা করেন তপন আলেকজান্ডার। কর্মশালায় বক্তারা জরায়ু মুখ ক্যান্সারের ঝুঁকি, কারণ এবং প্রতিরোধের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে বাল্যবিবাহ, ঘন ঘন সন্তান প্রসব, ধূমপান, একাধিক যৌন সঙ্গী, নারী প্রজনন স্বাস্থ্যজনিত অপরিচ্ছন্নতা এবং এইচআইভি সংক্রমণের মতো কারণগুলো ক্যান্সারের জন্য দায়ী বলে তুলে ধরা হয়।

ডা. ড্যানি গোমেজ বলেন, 'জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান ও সচেতনতা বৃদ্ধি। ৯ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য এইচপিভি টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করবে। এছাড়া ৯ থেকে ৪৬ বছর বয়সী নারীদের জন্যও ভ্যাকসিন গ্রহণের সুযোগ রয়েছে।'

এ সময় বিদ্যালয়ের শিক্ষক মিনারা আক্তার, শাবানা মঞ্জু ও জয়াসহ অন্যান্য শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অভিভাবকরাও এই কর্মশালায় অংশ নিয়ে সচেতনতার প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত প্রকাশ করেন।

অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানায়, 'আগে এই রোগ সম্পর্কে তেমন কিছু জানতাম না, কিন্তু আজকের কর্মশালায় অনেক কিছু শিখেছি। আমি আমার পরিবারকেও সচেতন করবো।'

বিশেষজ্ঞরা মনে করেন, গ্রামাঞ্চলে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সরকারের সহযোগিতায় এমন কর্মসূচির প্রসার ঘটানোর আহ্বান জানান।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়