শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮

হাজীগঞ্জে ছয় অবৈধ ট্রাভেল এজেন্সিকে জরিমানা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে ছয় অবৈধ ট্রাভেল এজেন্সিকে জরিমানা
হাজীগঞ্জে ট্রাভেলস এজেন্সিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। ছবি : চাঁদপুর কন্ঠ।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনবিহীন  অবৈধ ছয়টি ট্রাভেল এজেন্সিতে হানা দিয়েছে ভ্রাম্যমাণ  আদালত। অবৈধ এসব ট্রাভেল এজেন্সি থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। হাজীগঞ্জ বাজারে এসব অবৈধ ট্রাভেল এজেন্সির সন্ধান মিলেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

জরিমানা করা এজেন্সিগুলোর মধ্যে বেঙ্গল ট্রাভেলস, মনোয়ার ট্রাভেলস, মজমুদার ট্রাভেলস,  ভাইব্রেন্ট ট্রাভেলস ও ভূঁইয়া ট্রাভেলসকে ৩ হাজার টাকা করে  এবং বিমান ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২১-এর ১১ ধারায় উল্লেখিত ট্রাভেলস এজেন্সিগুলো থেকে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায়  সহযোগিতায় ছিলেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ ও উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. গোলাম চিশতীয়া। এছাড়া অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়