শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

পদ ধরে রাখতে মরিয়া পুরানোরা ॥ নতুনরা নেতৃত্বে আসতে শীর্ষ পর্যায়ে লবিং
মোহাম্মদ মহিউদ্দিন ॥

আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০১৩ সালের ২৬ জানুয়ারি। তারপর কেটে গেছে ১০ বছর। এই সম্মেলনকে ঘিরে কচুয়া শহরে ছেয়ে গেছে পদণ্ডপ্রত্যাশী ও নেতা-কর্মীদের তোরণ, ব্যানার ও ফেস্টুনে। কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিয়ে উপজেলাজুড়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। পুরোনোরাই থাকছে নাকি নেতৃত্বের পরিবর্তন আসছে! এর মধ্যে নেতৃত্বে আসতে শীর্ষ পর্যায়ে দৌড়ঝাঁপ করছেন সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশীরা।

সম্মেলন ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কাও করছেন স্থানীয়রা। তাদের দাবি, দীর্ঘ ১০ বছর পর সম্মেলন হওয়ায় নেতা-কর্মীদের মাঝে উৎসব-উৎসব ভাব দেখা গেলেও রয়েছে কমিটি ঘোষণা নিয়ে চরম বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা।

হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর, সদস্য গোলাম রাব্বানী চিনু, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। সম্মেলনের উদ্বোধক চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। উপজেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা এ মঞ্চে বক্তব্য রাখবেন।

সভাপতি পদণ্ডপ্রত্যাশী ৬ জন। তন্মধ্যে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া ও হুমায়ুন কবির মিয়াজী, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া ও আওয়ামী লীগ নির্বাহী সদস্য আলহাজ্ব ফয়েজ আহমেদ স্বপন।

সাধারণ সম্পাদক পদের জন্যে লড়ছেন ৮ জন। তারা হলেন : উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাডঃ হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সৈয়দ আব্দুল জব্বার বাহার, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডঃ আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইমাম হোসেন মজুমদার মেহেদী ও আওয়ামী লীগ নেতা আফজাল মুন্সি।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদণ্ডপ্রত্যাশীরা পদ পাওয়ার আশায় দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে দৌড়ঝাঁপ দিচ্ছেন। কমিটির মেয়াদ ১০ বছর কেটে গেলেও এর মধ্যে ক’বার সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি। কাউন্সিলররা ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারবেন কি না সে বিষয়টি এখনো অনিশ্চিত। তবে শেষ পর্যন্ত কে পাচ্ছেন গুরুত্বপূর্ণ দুটি পদ এ নিয়ে উপজেলাজুড়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও এ বিষয়ে ঘোষণা আসবে সম্মেলন থেকে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল বলেন, আমরা সবসময় প্রস্তুত আছি। যেহেতু আজ আওয়ামী লীগের সম্মেলন, আমরা বাড়তি পুলিশ মোতায়েন করবো। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সকল ধরনের প্রস্তুতি পুলিশের আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়