প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ০০:০০
আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধের প্রচণ্ড প্রতিরোধের মুখে পাকিস্তান বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রচণ্ড প্রতিরোধের মুখে তারা সর্বশেষ এদিন ভাটিয়ালপুর চৌরাস্তা নামক স্থানে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে। সেখান থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকি বাহিনী সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে। এই সময় পাক বাহিনীর গুলিতে বেশ ক’জন সাধারণ মানুষ মৃত্যুবরণ করে। দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচির আয়োজন করে মুক্ত দিবস উদযাপন কমিটি।
এদিকে ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় পৌরসভা মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হতে যাচ্ছে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য র্যালি করে শহীদ মিনারস্থ শহীদ স্মৃতি বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হবে। পরে বিজয় মেলার ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. এমএ ওয়াদুদ (অবঃ)।
বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপ্রধানে মেলামঞ্চে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি। মেলা উদযাপন কমটির মহাসচিব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহিদ উল্যাহ তপাদারের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুুলাল পাটওয়ারী। এছাড়া অতিথি হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার উপস্থিত থাকবেন।