বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে ৫ নভেম্বর ৫১তম জাতীয় সমবায় দিবস বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী প্রমুখ।

সভায় অতিথিবৃন্দ দেশের কেন্দ্রীয় ও আঞ্চলিক অর্থনীতিতে সমবায়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া ৩টি সমবায় সমিতি ও ১জন সমবায়ীকে পুরস্কার এবং ১২জন উদ্যমী সমবায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এদিন সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়