প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নতুন সভাপতি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুবারের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান। গত দুই নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়।
জানা গেছে, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সভাপতি নিয়ে দীর্ঘদিন নানা বিতর্ক চলমান রয়েছে। সভাপতি নিয়ে চলমান এই বিতর্কে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, গভর্নিংবডির নতুন সভাপতি পেয়ে অনেকটা স্বস্তি ফিরেছে কলেজটিতে।
উল্লেখ্য, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে ড. মোহাম্মদ হাসান খান থাকাকালীন ২০১৫ সালে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নতুন সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি প্রফেসর ড. মিজানুর রহমান। তিনি
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান।