প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। ৩ নভেম্বর বৃহস্পতিবার পূর্বনির্ধারিত ও নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে তিনি এই পরিদর্শনে যান। এ সময় জেলা প্রশাসককে জেল সুপার, জেলার ও কারারক্ষীদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি এবং চাঁদপুর জেলা সমাজসেবা থেকে জেলা কারাগারে কয়েদীদের প্রশিক্ষণের জন্যে সেলাই মেশিন ও চুল কাটা সরঞ্জাম প্রদান করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের পরিবেশ পরিচ্ছন্নতা, খাবারের মান, বন্দীদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান ব্যবস্থা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি জেলা কারাগারের অভ্যন্তরও পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক কারাবন্দীদের খোঁজখবর নেন। তাদের খাবারের মান, আইনী বিষয়, বন্দীদের সমস্যার কথা শোনেন এবং সেই সাথে জেল সুপার ও জেলারকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি কারাবন্দীদের দর্শণপ্রত্যাশী আত্মীয়-স্বজনদের সাথেও কথা বলেন।
তিনি কারাগারের বিভিন্ন অংশে বিদ্যমান চ্যালেঞ্জ ও অসুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন এবং তা সমাধানকল্পে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোঃ গোলাম দস্তগীর, জেলার মুহাম্মদ মুনীর হোসাইন, জেলা সমাজসেবার উপ-পরিচালক রজত শুভ সরকার, চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, বাবুরহাট শিশু পরিবারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সমাজসেবার রেজিস্ট্রেশন অফিসার মনিরুল ইসলাম, শাহরাস্তি পৌরসভার সচিব ও সমিতির সদস্য রোটাঃ তোফায়েল আহমেদ শেখ।