প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![মুক্তিযুদ্ধকালীন শহীদ পরিবারের সন্তান অ্যাডঃ মোঃ আহছান হাবীব চাঁদপুর জেলা পরিষদে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন চাইবেন](/assets/news_photos/2022/09/05/image-22896.jpg)
অ্যাডঃ মোঃ আহছান হাবীব চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। অ্যাডঃ মোঃ আহছান হাবীব চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর পৌর শাখার সাবেক আইনবিষয়ক সম্পাদক, সুপ্রীম কোর্টের আইনজীবী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং ধড্ডা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের সভাপতি। মুক্তিযুদ্ধকালে শহীদ পরিবারের সন্তান অ্যাডঃ আহছান হাবীব আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মনোনয়ন চাইবেন বলে তিনি এই প্রতিবেদককে জানান।
১৯৭১ সালের ৮ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রঘুনাথপুর বাজারে ঈদগাহর পূর্বপার্শ্বে রাজাকারদের গুলিতে শহীদ হওয়া মরহুম আঃ আউয়ালের ছেলে অ্যাডঃ মোঃ আহছান হাবীব দলের মনোনয়ন পেলে চাঁদপুর জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন অবশ্যই আমি নির্বাচন করবো। ২০১৬ সালেও জেলা পরিষদে আমি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। ওই সময় জাতির গর্বিত সন্তান সেক্টর কমান্ডার লেঃ কর্নেল আবু ওসমান চৌধুরী সাহেব চাঁদপুরে ভোটার না হওয়ায় উনার দলীয় নমিনেশন বাতিল হয়ে যায়। ওই সময় যেহেতু দল আমাকে নমিনেশন দেয়নি, তাই আমি স্বতন্ত্র প্রাথী হিসেবে নির্বাচন করিনি। জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে কখনই দলীয় প্রার্থীর বিরুদ্ধে আমি অবস্থান নেইনি। আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল ছিলাম এবং ইনশাআল্লাহ থাকবো। আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী কাজ করবো। তবে দল থেকে যাকে নমিনেশন দিবে, আমি তার পক্ষেই কাজ করে যাবো।
অ্যাডঃ মোঃ আহছান হাবীব আরো বলেন, জেলা পরিষদের চেয়ারম্যানের আসনটি একটি মর্যাদাপূর্ণ চেয়ার এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ জেলা পরিষদের সাথে সংশ্লিষ্ট। তাই সেখানে দল থেকে শিক্ষিত এবং সৎ, অর্থ, সমস্ত কার্যক্রম বিবেচনা করেই প্রার্থী দেয়া উচিত বলে আমি মনে করি। জেলা পরিষদ জেলার সর্বসাধারণের সেবার কাজে নিয়োজিত। সেই সেবা ও সততার মনোভাব নিয়ে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করা উচিত।
পারিবারিক ও রাজনৈতিক পরিচয়
অ্যাডঃ আহছান হাবীব ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। তাঁর বাবার নাম শহীদ মরহুম আঃ আউয়াল। আঃ আউয়াল ১৯৭১ সালের ৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে কচুয়া উপজেলার রঘুনাথপুর বাজারে ঈদগাহর পূর্বপার্শ্বে রাজাকারদের গুলিতে শহীদ হন। তার মায়ের নাম মরহুম তহিদুন নাহার। তাঁদের স্থায়ী ঠিকানা হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের মিয়া বাড়ি। তিনি ১৯৮০-১৯৮২ সালে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর মহকুমা কমিটিতে ছিলেন। ১৯৮৯ সালে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সর্বদলীয় ছাত্র ঐক্যে চাকসু নির্বাচনে নির্বাচন পরিচালনা উপ-কমিটির এবং অর্থ কমিটির সদ্যসের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষকলীগ চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে রয়েছেন।
অ্যাডঃ আহছান হাবীব চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০০৭ ও ২০০৮ সালে (নির্বাচিত) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে ২০১২ ও ২০২১ সালে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা সভাপতি, হাজীগঞ্জ উপজেলার ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের ৩বারের নির্বাচিত সভাপতি, চাঁদপুরস্থ হাজীগঞ্জ-শাহরাস্তি আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চাঁদপুর আয়কর আইনজীবী সমিতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সমিতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, চাঁদপুর, ঢাকাস্থ চাঁদপুর সমিতি, ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতি ও কুমিল্লা জেলা সমিতির আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত রয়েছেন অ্যাডঃ আহছান হাবীব। তিনি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে আগ্রহ প্রকাশ করেন।