প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৬
হাজীগঞ্জে চার অবৈধ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে হাজীগঞ্জে চার ইট ভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আমজাদ হোসেন এই জরিমানা আরোপ ও আদায় করেন। পৃথকভাবে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করেন।
|আরো খবর
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯-এর ৫ (১) ও ৫ (২) লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় দায়ে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে মেসার্স সেলিম ব্রিকসে নগদ ৪ লাখ, মেসার্স অনি ব্রিকসে ৪ লাখ, মেসার্স রনি ব্রিকস-টুতে ৫ লাখ ও মেসার্স মার্ক ব্রিকসে ৪ লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।
জানা যায়, হাজীগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় মের্সাস সেলিম ব্রিকস, মেসার্স অনি ব্রিকস, মেসার্স রনি ব্রিকস-২ ও মেসার্স মার্ক ব্রিকসের বিরুদ্ধে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযানে যৌথ বাহিনীর (সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস) ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটাসমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।