প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
বসতঘরের মাটির নিচে ২ কোটি টাকার স্বর্ণ আছে। সেই স্বর্ণ মাটির নিচ থেকে তুলে দিতে কথিত স্বর্ণের মালিকের সাথে দুই লাখ টাকার চুক্তি করে তিন কবিরাজ। সেই কবিরাজেরর দল এখন শ্রীঘরে। শনিবার দিনগত রাতে এলাকাবাসী কবিরাজ দলকে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের ক্বারী সাহেবের বাড়ির।
আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের তোফাজ্জল মুন্সী (৪০), একই জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামের আবদুর রহিম (৩০) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের তানিয়া আক্তার (২৫)। এ বিষয়ে প্রতারণার দায়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ঈমান হোসেন।
ঈমান হোসেন জানান, বান্দরবানে ব্যবসার সুবাদে কবিরাজদের সাথে পরিচয় আমার। তারা আমাকে জানায় আমার বাড়ির বসতঘরের মাটির নিচে প্রায় ২ কোটি টাকার স্বর্ণ আছে। স্বর্ণ তুলে দেবার পর দুই লাখ দিতে হবে, তবে এক লাখ টাকা অগ্রিম দিতে হবে। এরপরেই বুঝতে পারি তারা প্রতারক।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ জানান, আটককৃত কবিরাজদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।