বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

বর্ণিল এ উৎসব ছিলো চাঁদপুরের এ যাবৎকালের সবচে’ বড় বিজ্ঞান উৎসব
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘সায়েন্স ফ্রিক ২.০’ নামে দুদিনব্যাপী বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। ২ সেপ্টেম্বর শুক্রবার উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি এটিতে উপস্থিত হয়ে যে এতোটা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন, যা তিনি তাঁর ফেসবুকে এই বিজ্ঞান উৎসব নিয়ে উচ্ছ্বসিত একটি স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছেন। ‘Dipu Moni’ নামে তাঁর নিজস্ব ফেসবুক আইডি থেকে তিনি সেদিনই এই উচ্ছ্বসিত স্ট্যাটাসটি দেন। তাঁর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :-

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব আয়োজিত ‘সায়েন্স ফ্রিক ২.০’ নামের বিজ্ঞান উৎসবে যোগ দিয়েছিলাম গতকাল। চাঁদপুরের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০০ শিক্ষার্থী ৯৫টি প্রজেক্ট নিয়ে এই উৎসবে অংশ নিয়েছে। প্রজেক্টের বিষয়বস্তু হিসেবে নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট শহর, রেইন ওয়াটার হার্ভেস্টিং, হাইড্রোপোনিক কৃষি, কৃষিতে পানির সাশ্রয়ী ব্যবহার ইত্যাদি যেমন ছিলো তেমনি রোবোটিক্সের মত নতুন প্রযুক্তির বিষয়ও ছিলো। শিক্ষার্থীরা প্রচণ্ড উৎসাহ নিয়ে অংশ নিয়েছে, প্রজেক্টের বিষয়বস্তু, পদ্ধতি ব্যাখ্যা করেছে।

বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিষয়ক লেখার প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং পাবলিক স্পিকিংয়েরও প্রতিযোগিতা হয়েছে এবং এগুলোর পুরস্কারও আজ বিতরণ করা হয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি অভিভাবকবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ উৎসবে অংশ নিয়েছেন। সম্মানিত জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মহোদয়। বর্ণিল এ উৎসব ছিলো চাঁদপুরের এ যাবৎকালের সবচে’ বড় বিজ্ঞান উৎসব।

আয়োজক কিশোর বন্ধুদের প্রতি প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া রইলো। যে শিক্ষকবৃন্দ পরামর্শক হিসেবে সহায়তা করেছেন এবং যারা এ উৎসবের পৃষ্ঠপোষকতা করেছেন তাদের সবার প্রতিও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়