প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ০০:০০
রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এক ভোটের ব্যবধানে মোস্তফা খন্দকার মিলিটারী মেম্বার নির্বাচিত হয়েছেন।
জানা যায়, গত ২৭ জুলাই বুধবার ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোস্তফা খন্দকার মিলিটারী ৫শ’ ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ৫শ’ ১ ভোট পেয়েছেন।
মোস্তফা খন্দকার মিলিটারী জানান, আমি মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া আদায় করছি। ওয়ার্ডবাসীকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।