সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ০০:০০

ম্যানেজিং কমিটির ৪৬ বছরের সফল সভাপতির বিদায় সংবর্ধনা
গোলাম মোস্তফা ॥

দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জনকারী চাঁদপুর জেলার বিখ্যাত বিদ্যালয়টি হলো চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির দীর্ঘ ৪৬ বছরের সফল সভাপতি আলহাজ¦ সফিউদ্দিন আহমেদকে বিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেছে। এ উপলক্ষে ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টায় বিদ্যালয় হলরুমে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হাসান ইমাম বাদশার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সৈয়দ নুরুজ্জামান কাজলের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যা। বিদায়ী অতিথির উদ্দেশ্যে খোলা চিঠি পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিন আক্তার। বিদায়ী অতিথির উদ্দেশ্যে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা নাজমা বেগম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, চাঁদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আঃ হাই, শিক্ষামন্ত্রীর চাঁদপুর প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু ও সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহমেদ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ বলেন, আমি ১৯৬২ সালে ম্যাট্রিক পাস করি। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আইয়ুব বিরোধী আন্দোলন, ৬ দফা এবং ৬৯-এর গণআন্দোলনসহ মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি। জেল খেটেছি কিন্তু কোনোদিন কোনো অন্যায় এবং অসত্যের কাছে মাথানত করিনি। স্বাধীন দেশের রাজনীতিতে ভিন্ন মতার্দশের রাজনীতি করলেও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আমৃত্যু পোষণ করছি।

তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে আমি আমার ব্যক্তিগত স্বার্থের কারণে কারো সাথে কোনো খারাপ আচরণ করিনি, যদি করে থাকি শুধুমাত্র প্রতিষ্ঠানের স্বার্থে করেছি। তবুও আজ ক্ষমা প্রার্থনা করছি।

তিনি বলেন, আমি আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রে স্বচ্ছতা রেখে চলে আসছি। সেই ক্ষেত্রে আমি যে সকল প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছি সকল ক্ষেত্রে স্বচ্ছতা রয়েছে। শুধু এই বিদ্যালয়েই নয়, একটি মসজিদেও দায়িত্ব পালন করছি, সেখানেও ব্যাংক একাউন্টে পর্যাপ্ত টাকা রয়েছে। অতএব, আমার দীর্ঘ চলার পথে অভিজ্ঞতার আলোকে সকলের প্রতি আহ্বান থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত সততার মধ্য দিয়ে চলবেন, জীবনে কোনো দিন সমস্যায় পতিত হবেন না।

সংবর্ধনা অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের পুরো ভাষণ মুখস্থ শোনায় ৪র্থ শ্রেণীর ছাত্রী তাসফিয়া এবং সংগীত পরিবেশন করে ৩য় শ্রেণীর ছাত্রী শুভ্রা।

অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়