প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুরে ২৭ জুলাই বুধবার মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ও উপাদী উত্তর, কচুয়া উপজেলার কড়ইয়া এবং শাহরাস্তি উপজেলার চিতোষৗ পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২-এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে ইউনিয়নগুলোর বিভিন্ন ভোট কেন্দ্র ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান এবং পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। প্রশাসনের জেলা পর্যায়ের শীর্ষ এই দুই কর্মকর্তা নির্বাচন চলাকালীন বিভিন্ন ভোট কেন্দ্র ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাঁরা ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘেœ ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন। পুলিশ সুপার ভোটকেন্দ্রের আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণসহ নির্বাচনে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।