প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন হাওলাদার ঘোড়া প্রতীকের কাছে ১২২৯ ভোটে পরাজিত হলেন বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন মীর। ২৭ জুলাই বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমণ্ডএর মাধ্যমে এই ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার আবু জাহের ভূঁইয়া বুধবার সন্ধ্যায় বেসরকারিভাবে ইকবাল হোসেন হাওলাদারকে বিজয়ী ঘোষণা করেন। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৭০। অপরদিকে সৈয়দ মনজুর হোসেন রিপন মীর পেয়েছেন ৪ হাজার ৮৪১ ভোট। এছাড়াও নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ শরিফুল ইসলাম সুজন হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৬৪ ভোট।