প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে প্রান্ত দাস (৪) নামের এক শিশুর বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হয় বলে দাবি করেন তার পরিবার। সে হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের ধোপা বাড়ির ঝুটন দাসের ছেলে।
চাচা খোকন দাস বলেন, প্রান্তের ১৬ দিন বয়সে তার মা মারা যায়। আমরা তাকে লালন-পালন করি। কিন্তু আজ সে সবার চোখ ফাঁকি দিয়ে পুকুরে নামে। আমরা পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বলেন, আমি খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি।