প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০০:০০
২৫ জুলাইকে আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি উদ্যাপন করা হচ্ছে। গণমাধ্যমের সহযোগিতা নিয়ে সমষ্টি পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও নীতি-নির্ধারণী উদ্যোগ সৃষ্টিতে কাজ করছে। এ কাজের অংশ হিসেবে একটি শোভাযাত্রা আয়োজন করতে যাচ্ছে সমষ্টি।
আজ ২৫ জুলাই সোমবার বিকেল ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিতব্য এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেন ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। এ শোভাযাত্রায় সকল পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও চাঁদপুর জেলায় কর্মরত সাংবাদিক ও সুধীজনকে অংশ নেয়ার সবিনয় অনুরোধ করেছেন সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান ও স্থানীয় সমন্বয়কারী সাংবাদিক আলম পলাশ ।