প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আঃ মান্নান গতকাল শুক্রবার ২২ জুলাই রাত ৮টায় চাঁদপুর শহরের তালতলাস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহে.......রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও পাঁচ মেয়ে, ২ ভাইসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০টায় তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদে প্রথম জানাজা, ১১টায় মৈশাদী-হামানকর্দি ঈদগাহে দ্বিতীয় জানাজা ও সাড়ে ১১টায় মৈশাদী ‘মাটি মহল’ নামক গ্রামের বাসভবনের আঙ্গিনায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, শেখ আঃ মান্নান মৈশাদী ইউপির তিন মেয়াদে চেয়ারম্যান থাকাকালীন সরকার কর্তৃক স্বর্ণপদক পান এবং জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত হয়ে জেলা আহ্বায়কের দায়িত্বপালন করেন।
শিক্ষামন্ত্রীর শোক
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আঃ মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।