প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর জেলা পুলিশ লাইন্সের ড্রীলশেডে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। পুলিশ সুপার প্রশিক্ষণে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি সারা বছরব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএমসহ জেলা পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।