প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের বদলিজনিত বিদায়ে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চাঁদপুর জেলা ইউনিট কমান্ড। ২৬ মে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগ সেক্রেটারী আবু নঈম পাটোয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, ফরিদগঞ্জ পৌর সভার মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।