রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০

কারাগারে অসুস্থ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েলকে হাসপাতালে প্রেরণ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা কারাগারে অসুস্থ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে চিকিৎসার জন্যে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২৬ মে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। তার উন্নত চিকিৎসার জন্যে উক্ত হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ইব্রাহীম জুয়েল দীর্ঘদিন যাবৎ হার্টের জটিল সমস্যায় ভুগছেন। এছাড়া তিনি মেরুদণ্ডের লাম্বার কর্ডের ৩টি ফ্র্যাকচার নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীন চিকিৎসাধীন। তিনি দীর্ঘদিন যাবৎ এসব রোগে আক্রান্ত হয়ে দেশ- বিদেশে চিকিৎসা নিয়ে আসছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক একটি রাজনৈতিক মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক গত ১০ মে নিম্ন আদালতে হাজির হলে আদালত জুয়েলসহ জেলা স্বেচ্ছাসেবক দলের ৯ নেতার জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। কারাগারে প্রেরণের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এতে কারা কর্তৃপক্ষ তাকে কারা হাসপাতালে চিকিৎসা প্রদান করলেও অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দিয়ে পুনরায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হবে।

ইব্রাহিম কাজী জুয়েলকে হাসপাতালে আনা হলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমসহ নেতৃবৃন্দ তাকে দেখার জন্যে হাসপাতালে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়