প্রকাশ : ২৬ মে ২০২২, ০০:০০
চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক, সরকারের অতিরিক্ত সচিব মোঃ আব্দুস সবুর মন্ডলকে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি অতিরিক্ত সচিব মর্যাদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। বুধবার (২৫ মে) তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৩তম ব্যাচের একজন কর্মকর্তা।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন সবুর মন্ডল। এর আগে ওই বছরের ২৪ জুন উক্ত অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে যোগদান করেছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যোগদানের আগে তিনি সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক ছিলেন।