প্রকাশ : ২৫ মে ২০২২, ০০:০০
সড়কের শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ট্রাফিক বিভাগ, চাঁদপুরে বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। গতকাল ২৪ মে মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর মডেল থানা এলাকায় অবস্থিত চাঁদপুর ট্রাফিক অফিসে আসলে পুলিশ সুপারকে প্রথমে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর প্রথা অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দীর্ঘ সময় তিনি ট্রাফিক পুলিশ অফিসে বিভাগের গত ১ বছরের বিভিন্ন কার্যক্রমের সকল কিছু দেখেন এবং বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।
পরে সদর ট্রাফিক অফিস ও দাপ্তরিক কার্যক্রম নিরীক্ষণ শেষে পুলিশ সুপার ট্রাফিক অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, কারো অগ্রহণযোগ্যতা ও অপেশাদারিত্বের বিনিময়ে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীর কোনো বদনাম ডেকে আনা যাবে না। নিজ অবস্থান থেকে নিজের মন, বিবেক ও আত্মমর্যাদার কাছে পরিচ্ছন্ন থেকে স্বচ্ছতার ভিত্তিতে নিষ্ঠার সাথে ট্রাফিক ব্যবস্থাপনা ও জনকল্যাণমুখী কাজ করার জন্যে বিশেষ দিকনিদের্শনা প্রদান করেন।
এ সময় চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ইনচার্জ মোঃ আব্দুর রশীদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।