রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ মে ২০২২, ০০:০০

কিশোর চালকের নিয়ন্ত্রণহীনতায় মরলো আরেক কিশোর
এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জে এক কিশোর চালকের অটোবাইক নিয়ন্ত্রণ হারালে আকাশ (১৩) নামে আরেক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা এলাকায় ২৪ মে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। মৃত আকাশ ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের চর ভাগল গ্রামের সুমন মিয়ার ছেলে।

সরেজমিনে জানা যায়, সকালে একই এলাকার সানাউল্যার ছেলে রাহাত (১৬) নিজে ব্যাটারীচালিত অটোবাইক চালিয়ে নয়াহাট এলাকা থেকে আইলের রাস্তার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দেয়। তার অটোবাইকে যাত্রী ছিলো আকাশ। হাঁসা এলাকায় গেলে অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আকাশ ও রাহাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। আকাশ ও রাহাত সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে নিশ্চিত হওয়া গেছে। আকাশের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম বইছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান বলেন, সকালে ইমার্জেন্সি বিভাগে দু’জনকে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে আকাশকে মৃত পেয়েছি। অন্যজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়