প্রকাশ : ২৫ মে ২০২২, ০০:০০
এখন সারাদেশ ইরি-বোরো ধানের মওসুম। কৃষকের গোলায় উঠছে নতুন ধান। হাট-বাজার ঘুরে রাইস মিলগুলোতে জমা হচ্ছে চাল করার জন্যে ধান। চাঁদপুর খাদ্য ঘাটতি জেলা হলেও দেশের বিভিন্ন অঞ্চলের ধানে এখানে গড়ে উঠেছে ১৭টি অটোমেটিক রাইস মিল। যার অধিকাংশ দেশের প্রসিদ্ধ বাণিজ্যিক এলাকা চাঁদপুর শহরের পুরাণবাজারে। এ এলাকার মিলগুলোতে নৌপথের পাশাপাশি সড়কযোগে প্রচুর ধান আনা হয় এই সময়। ফলে ব্যবসায়ীদের এ ধানের ট্রাকের কারণে রাস্তায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চাঁদপুর শহরের ব্রিজের গোড়া, শপথ চত্বর হয়ে কলেজ রোড, নতুনবাজার মোড়, মাতৃপীঠ স্কুল মোড়ের ন্যায় পুরাণবাজার লোহারপুল থেকে মধুসূদন স্কুল পর্যন্ত রয়েজ রোডটিতে গত ক’দিন যাবৎ সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহনের জট লেগে থাকে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, এলাকাবাসী, অটোর যাত্রীসাধারণ ও পথচারীদের বিড়ম্বনায় পড়তে হয়।
স্থানীয় ব্যবসায়ী মিন্টু বলেন, মিলগুলো সামনে একটা করে ট্রাক ধান আনলোডের জন্যে না রেখে একাধিক ট্রাক রাস্তার উপর দাঁড় করিয়ে রাখছে। এ কারণে এমন যানজট। বিষয়টি মিল মালিকরা দেখছে না। ফলে মানুষের ভোগান্তি হচ্ছে। মিল মালিকরা বলছেন, আগামী ক’টা দিন ধানের এমন আমদানি হবে। এরপর স্বাভাবিক হয়ে আসবে এ পরিস্থিতি। ছবিতে সেই যানজটের দৃশ্য দেখা যাচ্ছে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।