প্রকাশ : ২৪ মে ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মনিহার জিএম ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এই ইউনিয়ন পরিষদের ২য় বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলামের স্বাক্ষরিত স্মারকে আগামী ২ বছরের জন্যে এ বিদ্যালয় পরিচালনায় ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে রামপুর ইউনিয়ন পরিষদের ২য় বারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারীকে নির্বাচিত করা হয়।
কমিটিতে পদাধিকার বলে প্রধান শিক্ষক বিলকিছ আক্তার সদস্য সচিব হিসেবে থাকবেন। কমিটিতে প্রতিষ্ঠাতা সদস্য পদ শূন্য রয়েছে বলে জানা গেছে। দাতা সদস্য হিসেবে মোঃ আমিনুল হককে মনোনীত হয়েছে।
সাধারণ অভিভাবক সদস্য নির্বাচিত হন মাইনুদ্দীন খান, মোঃ ফারুক হোসেন, মিজানুর রহমান, নারগিস সুলতানা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শিখা রাণী পাল, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম পাটওয়ারী, রীতা রাণী পাল, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম পাটওয়ারী, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শাহনাজ বেগম মুক্তা। এছাড়াও বিদ্যালয়ের নবগঠিত কমিটির সকলের মতামতের ভিত্তিতে রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী সোহেলকে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারী বলেন, মনিহার জিএম ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
তিনি আরো বলেন, রামপুর ইউনিয়নবাসী গর্বিত, এই ইউনিয়নের কৃতী সন্তান হিসেবে জন্ম নিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্যে যে ছাত্র সংগঠনটি সর্বপ্রথম দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, সেই সংগঠনের অর্থাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাউন্সিলে সর্বপ্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ভাষাবীর এমএ ওয়াদুদ। তাঁরই সুযোগ্য কন্যা চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও দেশের একমাত্র ফুট সার্জারী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ জেআর ওয়াদুদ টিপু এই ইউনিয়নের সন্তান। অতএব এই ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শুধু উন্নয়নই হবে না, শিক্ষার মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর। যাতে করে আগামীর সকল ক্ষেত্রে মেধাবী নেতৃত্ব এই ইউনিয়ন থেকে বের হয়। এদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।