প্রকাশ : ২৪ মে ২০২২, ০০:০০
চলতি মাসে নয়, আগামী মাসের প্রথম সপ্তাহের শুরুতে চাঁদপুরে যোগদান করবেন নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান (উপ-সচিব)। বর্তমানে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ জাহিদ মালেকের সফরসঙ্গী হয়ে ডব্লিওএইচওর একটি সেমিনারে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় আছেন। গত ২০ মে তিনি বাংলাদেশ থেকে সুইজ্যারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। ১০ দিনের সফর শেষে আগামী ৩০ মে তিনি বাংলাদেশে এসে পৌঁছবেন। ৩১ মে মন্ত্রণালয়ের চলতি দায়িত্ব থেকে ছাড়পত্র নিয়ে ১ বা ২ জুন চাঁদপুরে যোগদান করবেন জেলা প্রশাসক হিসেবে। উপ-সচিব কামরুল হাসানের দফতর থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অণুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাবিরুল ইসলাম জানান, আমরা চলতি মাসের শেষের দিকেই পদায়িত ও বদলিকৃত জেলা প্রশাসকদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। তবে নিজেদের চলতি দায়িত্ব সমন্বয় ও দায়িত্ব হস্তান্তর করে সর্বোচ্চ আগামী মাসের ১ বা ২ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেয়ার জন্যে নির্দেশনা দেয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা এবং জেলা ম্যাজিস্ট্রেসী অধিশাখার যুগ্ম সচিব আনার কলি মাহবুব চাঁদপুর কণ্ঠকে জানান, আমরা নতুন চার জেলার জেলা প্রশাসকদের ২৯ তারিখে ব্রিফ করবো। ৩০ তারিখে তারা নতুন কর্মস্থলে যোগদান করবেন। এর মধ্যে কেউ পূর্ববর্তী ছুটিতে বা সরকারি কাজে দেশের বাইরে থাকলে তিনি এসেই নতুন কর্মস্থলে যোগদান করবেন।
নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান বিসিএস ২৪তম ব্যাচের একজন কর্মকর্তা। তাঁর জন্মস্থান বরিশাল জেলা সদরে। চাঁদপুরের ২১তম ও ব্যক্তি জীবনে ১ম জেলা প্রশাসক হিসেবে চাঁদপুরে যোগদান করছেন তিনি। বর্তমানে তিনি স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে প্রধানমন্ত্রী কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠান বিয়ামে সিনিয়র সহকারী সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।