রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ মে ২০২২, ০০:০০

মতলব উত্তরে প্রবাসীর বসতঘর পুড়ে গেছে আগুনে
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ড সানাতেরকান্দি গ্রামের মরহুম খলিল কাজীর ছেলে প্রবাসী হাসান কাজীর দোচালা টিনের ঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

২২ মে রোববার সকালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। প্রবাসীর স্ত্রী ফারজানা বেগম ও তার মা আকলিমা বেগমের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরও ঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সমন্বয়ক আসাদুজ্জামান বলেন, মতলব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসলেও বাড়ির ভেতরে আসা-যাওয়ার রাস্তা না থাকার কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার সুযোগ হয় নি।

ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মোঃ হাসানের মা বলেন, আমাদের পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। আমার ছেলে দুই মাস পূর্বে ধারদেনা করে বিদেশে গেছে। আমার ২ জন নাতি-নাতনি ছোট ছোট। সংসারে আয় করার আর কোনো লোক নাই। আমার ছেলের ধারদেনা শেষ করবো, না ঘর তৈরি করবো। এখন আর কোনো পথ খুঁজে পাই না। আপনারা দশ বাপ-ভাইয়েরা যদি আমাগো দিকে না তাকান আমারা কোথায় যাবো। সরকারের কাছে আমাগো দাবি, দয়া করে আমাগো ঘরটি কইরা দেন, আর আমাগো কিছু সাহায্য-সহযোগিতা কইরেন।

খবর শুনে ঘটনাস্থলে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, ইউপি সচিব দেওয়ান আব্দুল ওহাব, ইউপি সদস্য কাজী মোস্তাক, দুলাল মুন্সি ও মহর আলী এবং পল্লী বিদ্যুতের লোকজন। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানকে ঘটনা সম্পর্কে অবহিত করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর নির্মাণের জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সার্বিক সহযোগিতা চান। তবে আগুন নেভাতে এসে স্থানীয় ৪ জন লোক আহত হয়। আহতরা হলেন মোঃ রাকিবুল হাসান, শাজাহান, আশ্রাফুল ও সিফাত মোল্লা। আহত রাকিবুল হাসানকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়