প্রকাশ : ২৩ মে ২০২২, ০০:০০
সারাদেশের ন্যায় চাঁদপুরেও ভূমি সেবা সপ্তাহ চলছে। গত ১৯ মে শুরু হয়েছে এ ভূমি সেবা সপ্তাহ, চলবে ২৩ মে পর্যন্ত। এ সপ্তাহ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ কানুনগো নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের কানুনগো মোহাম্মদ লোকমান হোসেন। রোববার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের হাত থেকে শ্রেষ্ঠ জেলা কানুনগো পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।
মোহাম্মদ লোকমান হোসেন হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসে গত ১৫ ডিসেম্বর ২০১৯ সালে কানুনগো হিসেবে যোগদান করেন। তিনি বলেন, কাজের স্বীকৃতি বা পুরস্কার ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। চাকুরিতে থাকাকালীন চেষ্টা করবো মানুষকে সেবা দিয়ে যেতে।