প্রকাশ : ২৩ মে ২০২২, ০০:০০
চাঁদপুর শহর সংলগ্ন সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের দক্ষিণ আশিকাটি গ্রামে শাপলা আক্তার রিমিকে (২০) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী নিহতের কথিত স্বামী শাহপরান গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, আটক শাহপরান (২৭) নিহত রিমির কথিত স্বামী। তাদের কোনো বিয়ে হয়নি। বিয়ে ছাড়া কেউ বাড়ি ভাড়া দেয় না বলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই এলাকায় বাসা ভাড়া নেয় বলে শাহপরান জানায়। তবে পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আসামীকে শনিবার আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ আশিকাটি গ্রামের এনায়েত পাটোয়ারী বাড়িতে গত ১৭ মে মঙ্গলবার দুপুরে খাটের নিচ থেকে শাপলা আক্তার রিমি (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ঘটনার পর কথিত স্বামী শাহপরান গাজী পালিয়ে যায়।
নিহতের বড় বোন মৌসুমী আক্তার বাদী হয়ে ঘটনার পরদিন ১৮ মে বুধবার চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ৪১, তারিখ ১৮-৫-২০২২ খ্রিঃ। মামলায় বোনের প্রেমিক ও কথিত স্বামী শাহপরানকে প্রধান আসামী করা হয়।
শাহপরাণ গাজী চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের সহর আলীর ছেলে।