রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মে ২০২২, ০০:০০

কাল ফেনীর সাথে খেলবে গণি মডেল হাইস্কুল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় খেলছেন চাঁদপুর গণি মডেল হাইস্কুলের ক্রিকেটাররা। কাল সোমবার বিভাগীয় পর্যায়ের ২য় রাউন্ডের খেলায় ফেনীর শাহিন একাডেমী স্কুল এন্ড কলেজের সাথে খেলবে চাঁদপুর গণি মডেল হাইস্কুল। কুমিল্লা জেলা স্টেডিয়ামে নক আউট পদ্ধতির এ ম্যাচে অংশ নেবে দলগুলো।

চাঁদপুর জেলায় অনুষ্ঠিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলো গণি মডেল হাইস্কুল। আর এ জয়ের ফলেই বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ মিলে গণি স্কুলের। তারা শুক্রবার ফেনীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রথম রাউন্ডের খেলায় রাঙ্গামাটি শহীদ আবুল আলী একাডেমীর সাথে খেলতে নামে। বৃষ্টিবিঘিœত ম্যাচে খেলার নিয়ম অনুযায়ী আম্পায়ার দু’দলকে টসে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। গণি মডেল হাইস্কুলের ক্রিকেটারদের ভাগ্যে টস পড়ে যায় এবং নক আউট পদ্ধতির ২য় ম্যাচে খেলার সুযোগ সৃষ্টি হয়।

গণি মডেল হাইস্কুলের ক্রিকেট কোচ পলাশ কুমার সোম এ প্রতিবেদককে জানান, আমাদের দলের অধিকাংশ ক্রিকেটারই ১৪ থেকে ১৬ বছর বয়সী। এদের মধ্যে অনেক ক্রিকেটার ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীতে অনুশীলন করছে। এই খেলোয়াড়রা যদি তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে আমরা চূড়ান্ত পর্বে খেলার টিকেট পেতে পারি।

গণি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্বাসউদ্দীন এ প্রতিবেদককে বলেন, আমাদের দল শুরু থেকেই ভালো খেলছে। দলের কোচসহ খেলোয়াড়রা নিয়মিত মাঠে অনুশীলন চালিয়ে যাচ্ছে। আশা করি এবং জেলাবাসীর কাছে দোয়া চাই আমাদের দলটি যেনো বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়