প্রকাশ : ২২ মে ২০২২, ০০:০০
চাঁদপুর ডায়াবেটিক সমিতির ৭ম বার্ষিক সাধারণ সভা গতকাল ২১ মে শনিবার বিকেলে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় সভা শুরু হওয়ার নির্ধারিত সময় থাকলেও কোরাম সংকট থাকায় তা দেড়ঘন্টা পরে শুরু হয়।
সমিতির সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপ্রধানে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডঃ ফজলুল হক সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ মাকসুদুর রহমান পাটওয়ারী, ডায়াবেটিক সমিতি পরিচালনা পর্ষদের সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, সদস্য সমাজসেবা অধিদপ্তরের ডিডি রজত শুভ্র সরকার, আজীবন সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও ডায়াবেটিক সমিতি পরিচালনা পর্ষদের সদস্য মোঃ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজম।
সমিতির সেবামূলক কার্যক্রম বৃদ্ধি, ক্যান্সারের চিকিৎসা সেবা চালুকরণ, আজীবন সদস্যদের নামের তালিকা সঠিকভাবে উপস্থাপন, সাংগঠনিক কার্যক্রমসহ সমিতির বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপপূর্বক বক্তব্য রাখেন সমিতির আজীবন সদস্য ডাঃ এসএম সহিদ উল্লাহ, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ কামাল উদ্দিন, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, আবু নাছের পাটওয়ারী বাচ্চু, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, মুজিবুর রহমান ফরহাদ, শেখ মহিউদ্দিন রাসেল, শেখ আঃ মান্নান প্রমুখ। সভায় সমিতির শ্রেষ্ঠ কর্মকর্তাণ্ডকর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।