রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মে ২০২২, ০০:০০

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচরে স্থাপনা নির্মাণ কাজ চলছে
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর জেলার হাইমচর থানাধীন আলগী বাজারস্থ মধ্য গলির বালুর মাঠ এলাকায় বিরোধপূর্ণ জমিতে নির্মাণ করা হচ্ছে স্থাপনা। হাইকোর্টের নিষেধ করার পরও এ স্থাপনা নির্মাণ চলছে। কোনোভাবেই দখল কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা যাচ্ছে।

মামলার সূত্রে জানা যায়, হাইমচর উপজেলা সদরস্থ আলগী বাজারে দুই পক্ষের জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৯/৫/২০২২খ্রিঃ তারিখে উচ্চ আদালতে অভিযোগ করেন মহজমপুর গ্রামের মৃত ইসমাইল মুন্সির ছেলে মোঃ বোরহান উদ্দিন (৩৯)। এই অভিযোগে ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন একই উপজেলার উত্তর আলগী গ্রামের মৃত হোছন আলী শেখের ছেলে লোকমান শেখ (৬০), মোঃ আমান শেখ (৫০), কাদর আলী শেখ (৫৫) ও মোঃ অলি শেখ।

আলগী বাজারস্থ বালুর মাঠ সংলগ্ন বাদীর পৈত্রিক ৩.৭১০ একর সম্পত্তি বিবাদীগণ বিগত কয়েক বছর পূর্ব থেকে দাবি করে আসছে। দীর্ঘ কয়েক বছর যাবৎ এই জমি নিয়ে চলছে বাদী-বিবাদীর মধ্যে ঝগড়া-বিবাদ। এরই ধারাবাহিকতায় বিবাদীগণ মহামান্য হাইকোর্টে একটি মামলা রুজু করেন। ওই মামলায় মহামান্য হাইকোর্ট থেকে ১৯/০৫/২০২২ তারিখে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উচ্চ আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীগণ জোরপূর্বক ভবন নির্মাণ করছেন।

বড় ধরনের যে কোনো পরিস্থতি মোকাবিলায় এখনই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আদালতের আদেশ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন জমির পৈত্রিক সূত্রে মালিকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়