প্রকাশ : ২২ মে ২০২২, ০০:০০
শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, যে কোনো এলাকার চেয়ে শাহরাস্তি অনেক উন্নত। হযরত শাহরাস্তি (রঃ)-এর পুণ্যভূমি শাহরাস্তির উন্নয়ন সম্ভব হয়েছে আপনাদের জন্যে। আপনাদের সহযোগিতার জন্যে আমরা কাজ করতে পেরেছি। আমার দিন-রাত কাটে মানুষের কল্যাণের জন্যে। আমার সংসার হলেন আপনারা। আগামী প্রজন্ম যেনো সুখে-শান্তিতে বসবাস করতে পারে আমরা সেই স্বপ্ন নিয়ে কাজ করছি। আগামীতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের কথা শুনে এলাকার উন্নয়নে কাজ করবো। তিনি বলেন, আল্লাহ আমাকে শক্তি দাও, যাতে রাসুলের উম্মত হয়ে মানব কল্যাণে কাজ করে যেতে পারি। মানুষের জীবনের কোনো দাম নেই, আপনার সম্পদ মানব কল্যাণে ব্যয় করুন। মানব কল্যাণে যা কিছু করে যাবেন তাণ্ডই থাকবে। সবাইকে রাসুলের আদর্শ অনুসরণ করতে হবে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত রাসুলের আদর্শ অনুসরণ করে মানব কল্যাণে সকল কাজ করে যাবো।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি পৌর মেয়র হাজী আঃ লতিফের সভাপ্রধানে এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. এম. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী সেফালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, ডাঃ খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন। সকাল ১১টায় উপলতা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।